মডেম ছাড়াই Bluetooth দিয়ে ইন্টারনেট সংযোগ দিন কম্পিউটারে Android Phone থেকে

আমরা সকলে জানি, Android Phone থেকে Cable দিয়ে Computer এ Internet সংযোগ দেয়া যায়। কিন্তু আজ আমি আপনাদের দেখাব, কিভাবে Android Phone থেকে Bluetooth Device এর মাধ্যমে আপনার Computer এ Internet Connection দেয়া যায়। আর দেরি নয়, চলুন দেখে নেই।
১। প্রথমে নিচের দেয়া লিংক থেকে Software টি ডাউনলোড করে Install করে নিন আপনার Computer এ।

 http://www.bluevibe.net/images/stories/bluevibe/bluevibeathome_diagram1.png
২। আপনার কম্পিঊটারে Bluetooth Device টি লাগিয়ে নিন। দেখবেন একা একাই Install নিয়ে নিবে।
৩। আপনার Android Phone এর Bluetooth অন করুন।
৪। আপনার মনিটরের ডানডিকের Show hidden icon এ ক্লিক করুন।
৫। Bluetooth Device টির Right বাটনে ক্লিক করুন।
৬। Add device এ ক্লিক করুন। Search হবে। আপনার Phone নাম আসবে।
৭। একটা পাসওয়ার্ড দেখাবে মনিটরের পরদায়। তা আপনার Phone এ Type করে Ok করুন।
৮। আবারে আপনার Phone এর Data Connect অন করুন। More Settings এ যান।
৯। Tethering & portable hotspot এ click করুন।
১০। Tethering & portable hotspot থেকে Bluetooth tethering মার্ক করুন।
১১। Computer থেকে Bluetooth icon থেকে show Bluetooth Device  এ যান।
১২। সেখান থেকে আপনার phone টি সিলেট করুন।
১৩। ঊপরের বার থেকে connect using এ ক্লিক করুন। access point এ ক্লিক করুন। আপনার phone এ একটা request যাবে। তা allow করে দিন। দেখবেন Internet Connect হয়ে গেছে।

0 comments