Android Mobile Phone দিয়ে খুব কম সময়ে এবং সহজে Facebook-এ আপনার ফ্রেন্ডলিস্ট ‌‌'5000' পূর্ন করুন !!!

বর্তমান সময়ে Facebook একটি জনপ্রিয় সোস্যাল মাধ্যম । যারা Facebook ব্যাবহার করেন তারা যানেন Facebook ছাড়া তাদের একদিনও কোন ভাবে চলতে চাই না। বাড়িয়ে বলছি না আমি নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি । অনেকে শখের বসে চান তার Facebook এর ফ্রেন্ডলিস্ট 5000 পূর্ন হোক আবার অনেকে তার ব্যাসায়িক প্রয়োজনে ফ্রেন্ডলিস্ট 5000 পূর্ন করতে চান । বিশেষ করে যারা ফ্রিল্যন্সিং-এ ‍‘সোস্যাল মিডিয়া মার্কেটিং’ এর কাজ করেন তারা তো হাড়ে হাড়ে বুঝতে পারেন 5000 ফ্রেন্ডলিস্ট থাকা কতটা জরুরী । কিন্তু এই কাজটা খূব একটা সহজ তম বিষয় নয়। যারা ইতিমধ্যে চেষ্টা করেছেন তারা যানেন খুব কম সময়ের মধ্যে এটা করতে গেলে অবশ্যই আপনাকে Facebook থেকে Block হতে হবে। কারন এটা Facebook term-এর সম্পূর্ন পরিপন্থী । আমার দেওয়া ভ্যাকসিন টিপস্ এর মাধ্যমে Android Mobile Phone দিয়ে খুব দ্রুত সময়ে সহজে এই কাজটি নিজে নিজে করে ফেলুন । যাই হোক অনেক বক বক করলাম আসুন এবার কাজের কথায়-
কাজটি করতে আপনার যা যা প্রয়োজনঃ
  • Android Mobile Phone
  • মোবাইল ফোনের  Default Facebook Software । (মনে রাখবেন Default Facebook Software ছাড়া কোন আপডেট Facebook Software-এ এই কাজটি আপনি করতে পারবেন না)

১। প্রথমে উপরের ছবির নির্দেশনা মত লাল/রেড মার্ক চিহ্নত যাইগায় ক্লিক করুন ।

২। উপরের ছবির মত যে পেজটি আসবে সেখান থেকে একটু নিচে গেলে দেখতে পাবেন Find friend ক্যাটাগরি । Find friend–এ ক্লিক করুন ।

৩। উপরের ছবির মত Contact -এ  ক্লিক করুন ।

৪। Find friend–এ ক্লিক করুন ।

৫। এবার পেয়ে যাবেন আপনার কাংখিত পেজ । উপরের ছবিতে দেখতে পাচ্ছেন একসাথে ১৭৭ টি ফ্রেন্ড খুজে পেয়েছে । কোন কোন বার আপনি ২০০ অথবা ২৫০ টি ফ্রেন্ড দেখতে পাবেন । Add All ক্লিক করুন । সাথে সাথে আপনার ১৭৭ বা ২০০ বা ২৫০ জনের কাছে ফ্রেন্ড রিকুয়েস্ট চলে যাব। এতে করে Facebook term থেকে বুঝে উঠতে পারে না। এই পদ্ধতি আপনি ৪/৫ দিন পর পর করবনে তা না হলে Facebook term এর বাইরে চলে যেতে পারে, আপনি ব্লকিং এ পড়তে পারেন । আপনি যদি কোন পপুলার ব্যক্তি হন বা মেয়ে হন (Sorry বলে নিচ্ছি) তাহলে যে পরিমান রিকুয়েস্ট পাঠিয়েছেন সেগুলো Accepted করার পাশাপাশি শত শত রিকুয়েস্ট আসতে থাকবে সেগুলো আপনি ধিরে ধিরে Accept করবেন। আর একটি কথা ৫/৭ দিন পরে দেখবেন যারা আপনাকে Accepted করেনি তাদের কাছে পাঠানো Friend Request Cancel করে দিন । এভাবে ২০ দিন বা ১ মাস করতে থাকবেন অবশ্যই 5000 Friend List পূর্ন হবে।

0 comments