জেনে নিন Google Searching এর কিছু কৌশল।

 
আজ আমি আপনাদের সাথে খুবই সহজ একটি বিষয় শেয়ার করব - সেটা হল গুগল সার্চ। আমরা অনেকেই জানিনা যে, গুগল থেকে প্রায় প্রতিটি দরকারী জিনিসই খুব সহজেই খুজেঁ পাওয়া সম্ভব। কিন্তু সঠিক ভাবে সার্চ করতে না জানার কারনে আমরা আমাদের প্রয়োজনীয় তথ্য পাইনা বা পেলেও হয়তো অনেক খুজতে হয়।
 http://rack.3.mshcdn.com/media/ZgkyMDEzLzAzLzE5LzE4L0dvb2dsZXNlYXJjLjRkZjZkLmpwZwpwCXRodW1iCTEyMDB4NjI3IwplCWpwZw/d7143af3/540/Google-search-.jpg
সম্প্রতি আমেরিকায় একটি গবেষণায় দেখা যায় যে, প্রতি ৪জন ছাত্রের মধ্যে ৩জনই সঠিক ভাবে সার্চ করতে পারেনা। তাহলে আমাদের দেশের অবস্থা হয়তো আরো খারাপ হবে। বিশেষ করে University ছাত্রদের সঠিক ভাবে গুগলিং করা জানা আবশ্যক। কারণ আমি দেখেছি অধিকাংশ কোর্স ম্যাটেরিয়াল বা বিভিন্ন বইয়ের অধ্যায়ের শেষের সমস্যাগুলোর সমাধান নেটে পাওয়া যায়। তাই সঠিক ভাবে সার্চ করতে জানাটা আবশ্যক।
আসুন একটা উদাহরণ দেখি:
মনে করুন, আপনার একটা General Banking এর উপর একটা রিপোর্ট দরকার এটা আপনি কিভাবে সার্চ করবেন - গুগলে শুধুমাত্র General Banking report লিখে দেবেন - হ্যা এটা দিলে result আসবে। কিন্তু ভাল হয় যদি আপনি এভাবে লেখেন:
filetype:doc internship report intitle:* general banking *
এভাবে লিখলে শুধুমাত্র word এর file গুলো শো করবে। উপরের DOC এর স্থানে আপনি PDF ও লিখতে পারেন। তাহলে পিডিএফ রেজাল্টগুলো দেখাবে। উপরের লাইনটি দেখে ভয় পাওয়ার কিছু আমি ব্যাখ্যা করে দিচ্ছি,
দেখুন Filetype:Doc এর অর্থ হল আমি কোন ধরনের ফাইল চাই, PDF, Jpg দরকার হলে সেটাই লিখুন
Internship Report এটা আসলে File এর নাম।
intitle: * General Banking * - এর দ্বারা বলা হয়েছে টাইটেলে General Banking কথাটা থাকলে সেই রেজাল্টটা শো করবে। আর * দ্বারা বলা হয়েছে এই শব্দ ২টির আগে পরে যে কোন শব্দ থাকতে পারে।
এখন আমরা কিছু ছোট ছোট সার্চ কোয়েরী দেখবো, এগুলো একসাথে ব্যবহার করলে আপনারাও এমন অনেক বড় বড় সার্চ কোয়েরী তৈরী করতে পারবেন।
  • Exact ভাবে কোন Word seach করার জন্য যেটা সার্চ করতে চান তা কোটেশন এর ভিতর রাখুন। যেমন: "Current Account" -এভাবে রাখলে শুধুমাত্র Current Account এর রিলেটেড রেজাল্টগুলো দেখাবে। এমন না করলে বিভিন্ন জায়গার Account সর্ম্পকিত তথ্য দেখাবে, এটা ছাড়াও Current লেখা পেলেও তার তথ্য দেখাবে।
  • আপনি যদি কোন কিছুর সংজ্ঞা জানতে চান। তাহলে টাইপ করুন: Define:Panic
  • ছোট অংক করার দরকার গুগলেই টাইপ করুন: (2*2)/4+1-2
  • কোন একক অন্য এককে কনভার্ট করার দরকার লিখুন: 10 inch in centimeters
  • Country code জানার দরকার : country code bd
  • কোন নির্দিষ্ট Format বা extension এর ফাইল দরকার লিখুন: filetype:pdf filename
    Example: (filetype:pdf history Bangladesh)

  • কোন স্থানের Map দরকার এভাবে লিখুন shahbagh, dhaka, bangladesh -Google map show করবে অথবা আপনার এলাকার রোড নম্বর দিয়েও লিখতে পারেন।
  • ধরুন আপনি একটি ল্যাপটপ কিনতে চাচ্ছেন তাই নেটে কিছু রিভিউ দেখবেন। আবার হয়ত আপনার কিছু অপছন্দের ব্রান্ড আছে, তাই আপনি সেগুলো বাদে রিভিউ চাচ্ছেন এক্ষেত্রে আপনি গুগলে লিখুন: laptops reviews -asus -acer -lenovo
  • ধরুন আপনি IDM download করতে চাচ্ছেন এবং আপনি জানেন যে এটা mediafire সাইটে আছে। তাই নির্দিষ্ট কোন সাইটে কোন কিছু সার্চ করতে চাইলে লিখুন site:mediafire.com idm অথবা site:mediafire.com 'internet download manager'
  • আবহাওয়া সম্পর্কে জানতে চান লিখুন: weather forecast bd
  • কোন মুভি সর্ম্পকে তথ্য চান লিখুন- movie: MovieName

  • Google এর আরো কিছু Calculator tips:
    25% of 100 - শতকরা বের করা
    15 mod 9 - ভাগশেষ
    2^5 - 2 to the power 5
    2th root of 16 - ১৬ এর বর্গমূল
    4th root of 16 - ১৬ এর ৪র্থ বর্গমূল
    log(100) - Log 100 এর মান যেখানে বেস ১০
    5! - Factorial 5 এর মান
    এরকম আরো বিভিন্ন ধরনের ছোট ছোট অংক গুগল দিয়েই সমাধান করা সম্ভব।
আশা করি সার্চ টিপস গুলো আপনাদের কাজে লাগবে

0 comments