ডাউনলোড করে নিন Typing Master Pro আর প্রাকটিস করুন কি বোর্ড না দেখে ইংলিশ টাইপিং কারার।

 Download Typing Master Pro
অনেকেই আছেন যারা না দেখে এবং খুব দ্রুত  ইংলিশে টাইপ করতে পারেন না, আবার আনেক আছে দ্রুত পারেন কিন্তু দেখে দেখে। এক আঙ্গুল দিয়ে এখানে এখানে গুতা দিয়ে। কিন্তু আপনি কি জানেন এখন সব যায়গাই এবং যেকোনো অফিসে চাকরী নিতে গেলে আগে জিজ্ঞাসা করে আপনার ইংলিশ কত স্পীড ? সাধারন এখন একটা সাইবার ক্যাফে বা ছট খাট দোকানে কাজ নিতে গেলেও ৩৫-৪০ স্পীড দকার হয়।
তাই বলছি একটু কষ্ট হলেও দয়া করে এই টাইপিং প্রাকটিস করে আপনার টাইপ এর গতি বাড়িয়ে নিন, ভবিষ্যতে আপনার অনেক উপকার হবে।
টাইপিং প্রাকটিস করতে প্রথমে এই সফটওয়্যার টি ডাউনলোড করুন।
ডাউনলোড লিঙ্কঃ Typing Master.exe
ডাউনলোড যদি শেষ করে থাকেন তাহলে  এবার সফটওয়্যার টি ওপেন করুন, ইন্সটল দেওয়া লাগবে না। আর নিচেচের ফটো দেখুন।

১. আপনার নাম লিখুন সাদা যাই গাই, লিখে এন্টার চাপুন।

২. স্টার্ট কোর্সে ক্লিক করুন।

৩. আবার স্টার্ট কোর্সে ক্লিক করুন।

৪. লক্ষ করুন লেসসন ১ এ ১.১ তে মার্ক করা নাই, ওটাই শুধুমাত্র ইনফর্মেশন দেওায়। তারপর ১.২ তে ক্লিক করুন।

৫. এবার ভাল করে খেয়াল করুন দুই পাসেহ নিল কালার করে ভাগ করে ৪টা ৪টা করে কিছু অ্যালফাবেট দেওয়া আছে, সুতরাং আপনাকে হাতের ভুড়ো আঙ্গুল ছাড়া আন্ন আঙ্গুল গুলা ঠিক ফটো আনুজাই, হাতের বাকি ৮টি আঙ্গুল সিরিয়াল দিয়ে বসাবেন।আর বুড় আঙ্গুল দুটোকে স্পেস এর উপর রাখবেন। তারপর নেক্সট ক্লিক করুন।

৬. এবার সবির মত এরকম আসলে, বুড় আঙ্গুল দিয়ে স্পেসে চাপ দিন।

৭.খেয়াল করুন আপনার a অ্যালফাবেট টি নিল হয়ে আছে তার মানে আপনাকে a ক্লিক করতে হবে, এরকম ভাবে যেটা যেটা নিল হবে সেটা ক্লিক করবেন। পাশে দেখেন টাইম দেখাচ্ছে, আপনার সময় ৫ মিনিট, তারপর টাইম এর উপর দেখুন সিঁড়ি এর মত দেখাচ্ছে। আপনাকে ৫মিনিট এর ভিতরে টাইপ করে সিরি পুরন করতে হবে। যখন ৫মিনিট শেষ হয়ে যাবে তখন দেখতে পারবেন আপনার স্পীড কত হল, তারপর কয়টাই ভুল করছেন। এবাবে লেসন ১২ পর্যন্ত শেষ করতে পারলে আপনার হাত পুরা চালু।শুধু তাই নয় এখানে আপনি গেম এর মাধ্যমে হাত চালু করতে পারবেন।

copy from techtunes.com.bd

0 comments