আপনার কম্পিউটারে USB Autoplay off করুন আর ‍Shortcut এবং Autorun ভাইরাসের হাত থেকে নিরাপদ থাকুন।

 Turn off USB Auto Play on your Computer
আজ আমার লিখার বিষয় হচ্ছে কিভাবে উইন্ডোজ কম্পিউটারের Autoplay off করতে হয়। Autoplay off না করলে উইন্ডোজ কম্পিউটারে পেনড্রােইব ঢুকালে পেনড্রােইব ভাইরাস থাকলে Autoplay এর মাধ্যমে কম্পিউটারে ঢুকে পড়ে।তাই কম্পিউটারে Autoplay off করা খুবই জরুরী।
আসুন দেখা যাক কিভাবে Autoplay off করতে হয় :
1.প্রথমে আপনার কম্পিউটারের উইন্ডোজ এর Run এ গিয়ে টাইপ করুন gpedit.msc এবং Enter দিন।
02.Local Policy Group Editor থেকে Computer Configuration ক্লিক করুন।নিচের মত পযায়ক্রমে Click করুন।বুঝতে না পারলে নিচের Screenshot দেখে করুন।
Computer Configuration > administrative templates > windows components > autoplay policies > Turn off Autoplay
3
3.Turn off Autoplay করলে এই অবস্থায় দেখাবে।64.Turn off Autoplay Enable করে Dropdown manu থেকে All drives সিলেক্ট করুন এবং OK দিন।7
5.আবার Local Policy Group Editor থেকে  User Configuration ক্লিক করুন।নিচের মত পযায়ক্রমে Click করুন।
User Configuration > administrative templates > windows components > autoplay policies > Turn off Autoplay
উপরের মত কাজগুলো করুন। কাজ শেষ।অন্তত Autorun ভাইরাস মুক্ত থাকতে পারবেন।
উপরের পদ্ধতিটি শুধুমাত্র Windows 7,8 & 10 এর জন্য।কিন্তু Windows XP জন্য আলাদা। Windows XP এর জন্য নিচের পদ্ধতি অনুসরণ করুন :
Run এ গিয়ে টাইপ করুন gpedit.msc এবং Enter দিন।
administrative templates > System > Turn off Autoplay

from techtunes.com.bd

0 comments