প্রফেশনাল দের মতো ছবি এডিট করুন মাত্র ৪ এমবি এর সফটয়্যার দিয়ে

আপনি কি প্রফেশনালদের মতো ছবি এডিট করতে চান ? তাহলে এই সফটওয়্যারটি আপনার জন্যই। আপনারা অনেকে ভাবছেন অ্যাডোব ফটোশপের মতো হবে না।এটা দিয়ে ছবি এডিট না করা পর্যন্ত আপনি বিশ্বাসই করতে পারবেন না।তাই বলে আমি কিন্তু এটাকে অ্যাডোব ফটোশপের সাথে তুলোনা করছি না।কিন্তু সাধারন কাজের জন্য অনেক ভালো এবং মজারও বটে। সফটওয়্যারটির ছোট সাইজের কিন্তু কাজে আমার কাছে বড়ই মনে হয়েছে। যাই হোক আপনাদের তো এটার নামই বলা হলো না।এতক্ষণ ধরে যার কথা বলছিলাম এটার নাম PhotoInstrument. ভার্সন ৭.২,লেটেস্ট ভার্সন, মাত্র ৪ এমবি
সফটওয়্যারটি দিয়ে আপনি যে কাজগুলো করতে পারবেন,

1. বিকৃত চেহারা যেমন চেহারার কালও দাগ, লাল দাগ প্রভৃতি মোছা যায়

2. দেহের যেকোনও অংশ রোগা বা মোটা করা যায়

3. ছবির মধ্যে অবস্থিত যে কোনো অবাঞ্ছিত অংশ বাদ দেওয়া যায় [যদিও এটা অনেক সময় ছবির ওপর নির্ভর করে]

4. রেডআই সমস্যা দূর করা যায়

5. চামড়া পরিষ্কার অর্থাৎ সাদা করা যায়

বাকিকাজগুলো আপনি নিজেই করে দেখুন।
তাহলে আর দেরি না করে ডাউনলোড করে নিন

ডাউনলোড লিঙ্ক এখানে

 

from techtunes.com.bd

0 comments