স্মার্টফোনের বাজারে প্রতিনিয়তই যুক্ত হচ্ছে নতুন নতুন সব ফিচারের
স্মার্টফোন। তবে নতুন যত স্মার্টফোনই বাজারে আসুক না কেন, কিছু স্মার্টফোন
অন্য সব স্মার্টফোন থেকে এগিয়ে থাকে।
আজ আপনাদের সামনে তুলে ধরা হলো বর্তমান সময়ে জনপ্রিয়তা পাওয়া এমনই ১০টি

নেক্সাস ৬ ফোনটি অনেকটাই বেজেল ফ্রি। অর্থাৎ এর সম্মুখভাগের প্রায় পুরোটাই টাচ স্ক্রিনের অংশ। তুলনায় এক্ষেত্রে সেটটি আইফোন ৬ এর মত।
তবে নেক্সাস ৬ এর মূল্য অনেকের জন্যেই ধরাছোঁয়ার বাইরে। এটি কিনতে গুনতে হবে বাংলাদেশি টাকায় প্রায় ৬২০০০ টাকা। যেটি কিনা নেক্সাস ৫ এর দামের প্রায় দ্বিগুণ।

২০.৭ মেগাপিক্সেল ক্যামেরাযুক্ত এক্সপেরিয়া Z3 তে রাখা হয়েছে ডেডিকেটেড ক্যামেরা বাটন। আর সনির আইপিএস এলসিডি স্ক্রিন ব্যবহার করায় চড়া রোদের মাঝেও স্ক্রিন দেখতে অসুবিধা হবে না।
স্পেসিফিকেশনের ক্ষেত্রে সেটটি তার আগের ভার্সনের থেকে খুব বেশি আপগ্রেড না হলেও ডিজাইনের ক্ষেত্রে সনি তার সেরাটাই দিয়েছে এতে।

এর ৫.৫ ইঞ্চি হাই ডেফিনিশন স্ক্রিন এটিকে আইপ্যাড মিনি ৩ এর মতই মাল্টিমিডিয়া বান্ধব করে তুলেছে। আর স্পেসিফিকেশনের দিক থেকে এটিই আইফোনগুলোর মধ্যে সেরা। যেখানে আপনি পাচ্ছেন অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সমৃদ্ধ ক্যামেরা, ১০৮০ মেগাপিক্সেলের ক্রিস্পি স্ক্রিন আর বড় ব্যাটারি।
আর এসব পেতে খরচও আপনাকে একটু বেশিই করতে হবে। এজন্যে একই সাথে বাজারে আসা আইফোন ৬ এর থেকে এর দাম একটু বেশী।

গ্যালাক্সি সিরিজের এই ফোনটির বিশেষ আকর্ষণ এর ৫.৭ ইঞ্চি আকারের সুপার অ্যামোলেড স্ক্রিন। এটি কোয়াড এইচডি রেজোল্যুশনের মাধ্যমে পিক্সেল কাউন্ট করে যার ফলে এর রেজোল্যুশন এ জাতিও অন্যান্য ফোনের থেকে শার্প আর ব্রাইট। আর স্ক্রিনে ব্যবহারের জন্য এর সাথে আছে S Pen stylus. যা আপনার ফোন ব্যবহার আরও সহজ করে তুলবে।
গ্যালাক্সি নোট ৪ এর ক্যামেরার কালার কম্বিনেশন অতুলনীয়। এছাড়া ক্যামেরার প্রতিটি অংশই কাজ করে নিখুঁত ভাবে। আর স্যামসাং এর বিশেষ ইমেজ প্রসেসিং টুল এর কারণে কোন কোন সময় ছবি হয়ে ওঠে বাস্তবের চেয়েও প্রাণবন্ত।
গরিলা গ্লাস ৩, স্ন্যাপড্রাগন ৮০১ প্রসেসর, ৩ জিবি র্যাম আর ৩২২০ মিলিঅ্যাম্পিয়ার এর ফাস্ট চার্জিং ব্যাটারির সমন্বয়ে তৈরি সেটটি নিঃসন্দেহে অসাধারণ।
স্যামসাংয়ের অন্যান্য ফোনের মত মাইক্রো এসডি কার্ড আর পরিবর্তনযোগ্য ব্যাটারি ব্যবহারের সুবিধা সত্যিই প্রশংসনীয়। যা কিনা গ্যালাক্সি এস ৬ এও যুক্ত করা হয়নি।

৪.৭ ইঞ্চি স্ক্রিন আর লং লাস্টিং ব্যাটারিযুক্ত এই ফোনটি দৈনন্দিন জীবনে ব্যবহারের জন্য অত্যন্ত উপযোগী। আপনার যদি বড় আকারের ফোনের প্রতি আকর্ষণ না থাকে তবে সনির এই সেটটি হতে পারে আপনার জন্য।

এর বুম সাউন্ড সিস্টেম অডিওকে করে টার্বো চার্জড যা আমাদের অনেকেরই প্রিয়। তবে এর ক্যামেরা ২০.৭ মেগাপিক্সেলের করা হলেও ছবির মান একই মেগাপিক্সেলের অন্য সেটের ছবির মত না।
তবে সবকিছুর পরেও ব্যবহার করার জন্য এটি একটি উত্তম পছন্দ।


ভয় পাবার কিছু নেই, অনেককিছু না থাকলেও অনেক বেশিকিছুই আছে এতে। লাক্সারি লেদারের আবরণ সেটটিতে এনেছে বৈচিত্র্য। প্লাস্টিকের আবরণের চেয়ে এটি নিঃসন্দেহে সুন্দর।
এর বড় আর দামি স্ক্রিনটি বাজারের অন্যতম সেরা। আর এর ১৬ মেগাপিক্সেলের লেজার অটো ফোকাস যুক্ত ক্যামেরা বেশ ইউজার ফ্রেন্ডলি।
কমপ্লিট প্যাকেজ হিসেব করলে এটি এক্সপেরিয়া Z3 বা এইচটিসি M9 এর থেকে এগিয়ে থাকলেও আইফোন সিক্স বা গ্যালাক্সি এস ৬ থেকে পিছিয়ে রয়েছে।

মেগাপিক্সেলের দিক থেকে অন্য সেটের চেয়ে কম হলেও এটি খুব সহজে আর দ্রুত ব্যবহার করা যায়। এর স্ক্রিন রেজ্যুলেশন অন্যদের চেয়ে কম হলেও ডিজাইনে আগিয়ে আছে অন্যদের থেকে।

এর ক্যামেরাটি অসাধারণ। এর অডিও আর ভিডিও ধারণ অত্যন্ত ৫.১ ইঞ্চি ডিসপ্লের সাথে থাকা কিউএইচডি ডিসপ্লে মার্কেটের সব থেকে নিখুঁত। এতে রয়েছে ওয়াটার প্রুফ সুবিধাও। তবে এর ব্যাটারি খুব সহজেই শেষ হয়ে যায়।
from techtunes.com.bd
আজ আপনাদের সামনে তুলে ধরা হলো বর্তমান সময়ে জনপ্রিয়তা পাওয়া এমনই ১০টি
টপ স্মার্টফোন 'স সংক্ষিপ্ত রিভিউ :-
১০. নেক্সাস ৬
- অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ
- স্ক্রিন সাইজ: ৫.৯৬ ইঞ্চি
- রেজ্যুলেশন: ১৪৪০ পিক্সেল
- র্যাম: ৩ জিবি
- স্টোরেজ: ৩২ জিবি/ ৬৪ জিবি
- ব্যাটারি: ৩,২২০ মিলিঅ্যাম্পিয়ার
- রিয়ার ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল
- ফ্রন্ট ক্যামেরা: ২ মেগাপিক্সেল
নেক্সাস ৬ ফোনটি অনেকটাই বেজেল ফ্রি। অর্থাৎ এর সম্মুখভাগের প্রায় পুরোটাই টাচ স্ক্রিনের অংশ। তুলনায় এক্ষেত্রে সেটটি আইফোন ৬ এর মত।
তবে নেক্সাস ৬ এর মূল্য অনেকের জন্যেই ধরাছোঁয়ার বাইরে। এটি কিনতে গুনতে হবে বাংলাদেশি টাকায় প্রায় ৬২০০০ টাকা। যেটি কিনা নেক্সাস ৫ এর দামের প্রায় দ্বিগুণ।
৯. সনি এক্সপেরিয়া z3
- অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ৫.০.২ ললিপপ
- স্ক্রিন সাইজ: ৫.১৫ ইঞ্চি
- রেজ্যুলেশন: ১০৮০ পিক্সেল
- র্যাম: ৩ জিবি
- স্টোরেজ: ১৬ জিবি/ ৩২ জিবি
- ব্যাটারি: ৩,১০০ মিলিঅ্যাম্পিয়ার
- রিয়ার ক্যামেরা: ২০.৭ মেগাপিক্সেল
- ফ্রন্ট ক্যামেরা: ২.২ মেগাপিক্সেল
২০.৭ মেগাপিক্সেল ক্যামেরাযুক্ত এক্সপেরিয়া Z3 তে রাখা হয়েছে ডেডিকেটেড ক্যামেরা বাটন। আর সনির আইপিএস এলসিডি স্ক্রিন ব্যবহার করায় চড়া রোদের মাঝেও স্ক্রিন দেখতে অসুবিধা হবে না।
স্পেসিফিকেশনের ক্ষেত্রে সেটটি তার আগের ভার্সনের থেকে খুব বেশি আপগ্রেড না হলেও ডিজাইনের ক্ষেত্রে সনি তার সেরাটাই দিয়েছে এতে।
৮. আইফোন ৬ প্লাস
- অপারেটিং সিস্টেম: আইওএস ৮.৪
- স্ক্রিন সাইজ: ৫.৫ ইঞ্চি
- রেজ্যুলেশন: ১০৮০ পিক্সেল
- র্যাম: ১জিবি
- স্টোরেজ: ১৬ জিবি/৬৪ জিবি/১২৮ জিবি
- ব্যাটারি: ২,৯১৫ মিলিঅ্যাম্পিয়ার
- রিয়ার ক্যামেরা: ৮ মেগাপিক্সেল
- ফ্রন্ট ক্যামেরা: ১.২ মেগাপিক্সেল
এর ৫.৫ ইঞ্চি হাই ডেফিনিশন স্ক্রিন এটিকে আইপ্যাড মিনি ৩ এর মতই মাল্টিমিডিয়া বান্ধব করে তুলেছে। আর স্পেসিফিকেশনের দিক থেকে এটিই আইফোনগুলোর মধ্যে সেরা। যেখানে আপনি পাচ্ছেন অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সমৃদ্ধ ক্যামেরা, ১০৮০ মেগাপিক্সেলের ক্রিস্পি স্ক্রিন আর বড় ব্যাটারি।
আর এসব পেতে খরচও আপনাকে একটু বেশিই করতে হবে। এজন্যে একই সাথে বাজারে আসা আইফোন ৬ এর থেকে এর দাম একটু বেশী।
৭. স্যামসাং গ্যালাক্সি নোট ৪
- অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ৫.০.১ ললিপপ
- স্ক্রিন সাইজ: ৫.৭ ইঞ্চি
- রেজ্যুলেশন: ১৪৪০ পিক্সেল
- র্যাম: ৩ জিবি
- স্টোরেজ: ৩২ জিবি
- ব্যাটারি: ৩,২২০ মিলিঅ্যাম্পিয়ার
- রিয়ার ক্যামেরা: ১৬ মেগাপিক্সেল
- ফ্রন্ট ক্যামেরা: ৩.৭ মেগাপিক্সেল
গ্যালাক্সি সিরিজের এই ফোনটির বিশেষ আকর্ষণ এর ৫.৭ ইঞ্চি আকারের সুপার অ্যামোলেড স্ক্রিন। এটি কোয়াড এইচডি রেজোল্যুশনের মাধ্যমে পিক্সেল কাউন্ট করে যার ফলে এর রেজোল্যুশন এ জাতিও অন্যান্য ফোনের থেকে শার্প আর ব্রাইট। আর স্ক্রিনে ব্যবহারের জন্য এর সাথে আছে S Pen stylus. যা আপনার ফোন ব্যবহার আরও সহজ করে তুলবে।
গ্যালাক্সি নোট ৪ এর ক্যামেরার কালার কম্বিনেশন অতুলনীয়। এছাড়া ক্যামেরার প্রতিটি অংশই কাজ করে নিখুঁত ভাবে। আর স্যামসাং এর বিশেষ ইমেজ প্রসেসিং টুল এর কারণে কোন কোন সময় ছবি হয়ে ওঠে বাস্তবের চেয়েও প্রাণবন্ত।
গরিলা গ্লাস ৩, স্ন্যাপড্রাগন ৮০১ প্রসেসর, ৩ জিবি র্যাম আর ৩২২০ মিলিঅ্যাম্পিয়ার এর ফাস্ট চার্জিং ব্যাটারির সমন্বয়ে তৈরি সেটটি নিঃসন্দেহে অসাধারণ।
স্যামসাংয়ের অন্যান্য ফোনের মত মাইক্রো এসডি কার্ড আর পরিবর্তনযোগ্য ব্যাটারি ব্যবহারের সুবিধা সত্যিই প্রশংসনীয়। যা কিনা গ্যালাক্সি এস ৬ এও যুক্ত করা হয়নি।
৬. সনি এক্সপেরিয়া z3 কমপ্যাক্ট
- অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ৫
- স্ক্রিন সাইজ: ৪.৬ ইঞ্চি
- রেজ্যুলেশন: ৭২০ পিক্সেল
- র্যাম: ২ জিবি
- স্টোরেজ: ১৬ জিবি
- ব্যাটারি: ২,৬০০ মিলিঅ্যাম্পিয়ার
- রিয়ার ক্যামেরা: ২০.৭ মেগাপিক্সেল
- ফ্রন্ট ক্যামেরা: ২.২ মেগাপিক্সেল
৪.৭ ইঞ্চি স্ক্রিন আর লং লাস্টিং ব্যাটারিযুক্ত এই ফোনটি দৈনন্দিন জীবনে ব্যবহারের জন্য অত্যন্ত উপযোগী। আপনার যদি বড় আকারের ফোনের প্রতি আকর্ষণ না থাকে তবে সনির এই সেটটি হতে পারে আপনার জন্য।
৫. এইচটিসি ওয়ান এম৯
- অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ৫ ললিপপ
- স্ক্রিন সাইজ: ৫.ইঞ্চি
- রেজ্যুলেশন: ১০৮০ পিক্সেল
- র্যাম: ৩ জিবি
- স্টোরেজ: ৩২ জিবি
- ব্যাটারি: ২,৫৬০ মিলিঅ্যাম্পিয়ার
- রিয়ার ক্যামেরা: ২০.৭ মেগাপিক্সেল
- ফ্রন্ট ক্যামেরা: ৪ মেগাপিক্সেল
এর বুম সাউন্ড সিস্টেম অডিওকে করে টার্বো চার্জড যা আমাদের অনেকেরই প্রিয়। তবে এর ক্যামেরা ২০.৭ মেগাপিক্সেলের করা হলেও ছবির মান একই মেগাপিক্সেলের অন্য সেটের ছবির মত না।
তবে সবকিছুর পরেও ব্যবহার করার জন্য এটি একটি উত্তম পছন্দ।
৪. স্যামসাং গ্যালাক্সি এস সিক্স এজ
- অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ৫.০.২
- স্ক্রিন সাইজ: ৫.১ ইঞ্চি
- রেজ্যুলেশন: ১৪৪০ পিক্সেল
- র্যাম: ৩ জিবি
- স্টোরেজ: ১৬ জিবি/ ৩২ জিবি/ ১২৮ জিবি
- ব্যাটারি: ২,৫৬০ মিলিঅ্যাম্পিয়ার
- রিয়ার ক্যামেরা: ১৬ মেগাপিক্সেল
- ফ্রন্ট ক্যামেরা: ৫ মেগাপিক্সেল
৩. এলজি জি৪
- অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ৫.১
- স্ক্রিন সাইজ: ৫.৫ইঞ্চি
- রেজ্যুলেশন: ২৫৬০x১৪৪০ পিক্সেল
- র্যাম: ৩ জিবি
- স্টোরেজ: ৩২ জিবি
- ব্যাটারি: ৩,০০০ মিলিঅ্যাম্পিয়ার
- রিয়ার ক্যামেরা: ১৬ মেগাপিক্সেল
- ফ্রন্ট ক্যামেরা: ৮ মেগাপিক্সেল
ভয় পাবার কিছু নেই, অনেককিছু না থাকলেও অনেক বেশিকিছুই আছে এতে। লাক্সারি লেদারের আবরণ সেটটিতে এনেছে বৈচিত্র্য। প্লাস্টিকের আবরণের চেয়ে এটি নিঃসন্দেহে সুন্দর।
এর বড় আর দামি স্ক্রিনটি বাজারের অন্যতম সেরা। আর এর ১৬ মেগাপিক্সেলের লেজার অটো ফোকাস যুক্ত ক্যামেরা বেশ ইউজার ফ্রেন্ডলি।
কমপ্লিট প্যাকেজ হিসেব করলে এটি এক্সপেরিয়া Z3 বা এইচটিসি M9 এর থেকে এগিয়ে থাকলেও আইফোন সিক্স বা গ্যালাক্সি এস ৬ থেকে পিছিয়ে রয়েছে।
২. আইফোন সিক্স
- অপারেটিং সিস্টেম: আইওএস ৮.৩
- স্ক্রিন সাইজ: ৪.৭ইঞ্চি
- রেজ্যুলেশন: ৭৫০ পিক্সেল
- র্যাম: ১ জিবি
- স্টোরেজ: ১৬ জিবি/ ৩২ জিবি/ ১২৮ জিবি
- ব্যাটারি: ১,৮১০ মিলিঅ্যাম্পিয়ার
- রিয়ার ক্যামেরা: ৮ মেগাপিক্সেল
- ফ্রন্ট ক্যামেরা: ১.২ মেগাপিক্সেল
মেগাপিক্সেলের দিক থেকে অন্য সেটের চেয়ে কম হলেও এটি খুব সহজে আর দ্রুত ব্যবহার করা যায়। এর স্ক্রিন রেজ্যুলেশন অন্যদের চেয়ে কম হলেও ডিজাইনে আগিয়ে আছে অন্যদের থেকে।
১. স্যামসাং গ্যালাক্সি এস সিক্স
- অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ৫.০.২
- স্ক্রিন সাইজ: ৫.১ ইঞ্চি
- রেজ্যুলেশন: ১৪৪০ পিক্সেল
- র্যাম: ৩ জিবি
- স্টোরেজ: ৩২ জিবি/ ৬৪ জিবি/ ১২৮ জিবি
- ব্যাটারি: ২,৫৫০ মিলিঅ্যাম্পিয়ার
- রিয়ার ক্যামেরা: ১৬ মেগাপিক্সেল
- ফ্রন্ট ক্যামেরা: ৫ মেগাপিক্সেল
এর ক্যামেরাটি অসাধারণ। এর অডিও আর ভিডিও ধারণ অত্যন্ত ৫.১ ইঞ্চি ডিসপ্লের সাথে থাকা কিউএইচডি ডিসপ্লে মার্কেটের সব থেকে নিখুঁত। এতে রয়েছে ওয়াটার প্রুফ সুবিধাও। তবে এর ব্যাটারি খুব সহজেই শেষ হয়ে যায়।
from techtunes.com.bd
0 comments