আসসালামুয়ালাইকুম। সবাইকে ঈদ মোবারাক।
কেমন আছেন সবাই? আশাকরি বরাবরের মতই সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আর আল্লাহ্র রহমতে ভালো আছি।
ঈদ চলে এসেছে আর তার সাথে প্রতিবারের মত এবারও সালমান খান এর নতুন মুভি মুক্তি পেয়েছে এই ঈদে। আজকে মূলত সালমানের রিলিজ হওয়া এই ঈদের নতুন মুভি "বাজরাঙ্গি ভাইজান" নিয়ে আলোচনা করবো-

শুরুতেই বাজরাঙ্গি ভাইজান মুভির কিছুটা বর্ণনা দেয়ার চেষ্টা করছি-
কেমন আছেন সবাই? আশাকরি বরাবরের মতই সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আর আল্লাহ্র রহমতে ভালো আছি।
ঈদ চলে এসেছে আর তার সাথে প্রতিবারের মত এবারও সালমান খান এর নতুন মুভি মুক্তি পেয়েছে এই ঈদে। আজকে মূলত সালমানের রিলিজ হওয়া এই ঈদের নতুন মুভি "বাজরাঙ্গি ভাইজান" নিয়ে আলোচনা করবো-
শুরুতেই বাজরাঙ্গি ভাইজান মুভির কিছুটা বর্ণনা দেয়ার চেষ্টা করছি-
বাজরাঙ্গি ভাইজান শর্ট রিভিউঃ
বাজরাঙ্গি
ভাইজান মূলত একটি একশন ঘরানার চলচিত্র। কবির খান পরিচালিত ‘বাজরাঙ্গি
ভাইজান’ এর কাহিনী গড়ে উঠেছে পাভান কুমার চতুর্বেদী নামের এক যুবককে নিয়ে।
ভারতে এসে আটকা পড়ে যাওয়া এক পাকিস্তানি শিশুকে তার বাড়িতে পৌঁছে দেয়ার
দায়িত্ব নেয় সে।এতে মূল চরিত্রে অভিনয় করেছেন সালমান খান, এছাড়া আছেন
কারিনা কাপুর খান, নাওয়াজউদ্দিন সিদ্দিকি এবং হারশালি মালহোত্রা।
তো
সবাই এই মুভিটার জন্য অধীর আগ্রহে বসে আছে, তেমনি বাংলাদেশি ভক্তরাও এর
ব্যতিক্রম নয়। মুভিটি প্রকাশিত হয় ঈদ-উল-ফিতর এর আগের দিন অর্থাৎ
১৭-০৭-২০১৫ তারিখে এবং ইতিমধ্যেই মুভিটি ১০০ কোটি রুপি আয় করে ফেলেছে।
তো অনেক কথা হল। এবার মুভিটা ডাউনলোড এর পালা। মুভিটার ডাউনলোড লিংক নিচে দিয়ে দিলাম।আশাকরি সবার মুভিটা ভালো লাগবে।
<<ডাউনলোড Bajrangi Bhaijaan>>
মুভিটা কেমন লাগলো আশাকরি জানাতে ভুলবেননা 
আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর প্রযুক্তির সাথে থাকবেন। 
0 comments