যারা নেটবুক বা নোটবুক ব্যাবহার করেন তারা তো উইন্ডোজ নিয়ে বিশাল
ঝামেলায় পড়েন। আমরা এই সবগুলো সমস্যার সমাধান করতে পারি মাত্র একটি কাজ
করেই। পেনড্রাইভ বুটেবল করে নিয়ে।কিন্তু পেনড্রাইভ বুটেবল না করেও উইন্ডোজ
ইন্সটল করা যায়।
কথা না বাড়িয়ে শুরু করি।
যা যা লাগবেঃ
১। পেনড্রাইভ (৮ জিবি হলেই চলবে)

২। একটা চালু কম্পিউটার
৩। আপনার চাহিদামত একটা উইন্ডোজ সিডি ( উইন্ডোজ এক্সপি, সেভেন, এইট, টেন, ভিস্তা)
তো আমরা শুরু করি
১। প্রথমে পেনড্রাইভটি ফরমেট অপশন এ ক্লিক করুন।
২। এবার পেনড্রাইভটি NTFS সিস্টেম এ ফরমেট করুন।
৩। অতঃপর উইন্ডোজের সিডিটি পেনড্রাইভে কপি করুন।
এখন এই পেনড্রাইভ দিয়ে উইন্ডোজ দেয়া যাবে যেকোন কম্পিউটারে।
বিঃদ্রঃ সিডির কপিটি সরাসরি পেনড্রাইভে কপি করতে হবে। কোন ফোল্ডারের ভিতর কপি করলে হবে না।
from techtunes.com.bd
কথা না বাড়িয়ে শুরু করি।
যা যা লাগবেঃ
১। পেনড্রাইভ (৮ জিবি হলেই চলবে)
২। একটা চালু কম্পিউটার
৩। আপনার চাহিদামত একটা উইন্ডোজ সিডি ( উইন্ডোজ এক্সপি, সেভেন, এইট, টেন, ভিস্তা)
তো আমরা শুরু করি
১। প্রথমে পেনড্রাইভটি ফরমেট অপশন এ ক্লিক করুন।
২। এবার পেনড্রাইভটি NTFS সিস্টেম এ ফরমেট করুন।
৩। অতঃপর উইন্ডোজের সিডিটি পেনড্রাইভে কপি করুন।
এখন এই পেনড্রাইভ দিয়ে উইন্ডোজ দেয়া যাবে যেকোন কম্পিউটারে।
বিঃদ্রঃ সিডির কপিটি সরাসরি পেনড্রাইভে কপি করতে হবে। কোন ফোল্ডারের ভিতর কপি করলে হবে না।
from techtunes.com.bd
0 comments