পেনড্রাইভ কপিয়ার। পেনড্রাইভ থেকে পিসিতে কপি হবে চুপি চুপি।

এটি একটি ছোট ইউটিলিটি সফটওয়্যার যার সাহায়্যে pendrive খেকে Data Automatically Hard Drive এ নেওয়া যায়।অর্থাৎ যারাই আপনার পিসিতে পেনড্রাইভ প্রবেশ করাবে তার পেন্ড্রাইভের সকল তথ্য সকলের অজান্তে আপনার পিসিতে চলে আসবে। এমনকি যে গতিতে আমরা তথ্য কপি করি তার চেয়ে অনেক গুণ বেশি গতিতে ডাটা বা ফাইল আপনার পিসিতে কপি হবে ঐ পেন্ড্রাইভ থেকে। Silent ভার্সন কোন প্রকার ঝামেলা ছাড়াই সরাসরি নিদিষ্ট  Folder এ ফাইল কপি করে।তবে ভাই মনে রাখবেন মজা করতে করতে অন্যের কোন ক্ষতি করে বসবেন না।অ্যাপ্লিকেশানটি গুগল ড্রাইভ এ আপলোড করে আপনাদের সাথে শেয়ার করেছি।
সফটওয়্যারটি ইন্সটল করার সময় আপনাকে নির্বাচন করে দিতে হবে কোন ড্রাইভের কোন ফোল্ডারে পেনড্রাইভের ফাইল গুলো কপি হবে।
ইন্সটল করার সময় কোন একটি ড্রাইভ কে ব্রাউস করে দেখিয়ে দিতে হবে।ইন্সটল সম্পন্ন হলে কম্পিউটারের টাস্ক বারের ডান দিকে যে ট্রে আইকন আছে তাতে ক্লিক করুন।

সেখানে pen drive copy সফটওয়্যারটির আইকনের উপর রাইট বাটন ক্লিক করে setting এ যান ।

এবং সেখানে Run at Startup বক্সে টিক দিয়ে ওকে করুন।

এবার পিসি রিস্টার্ট দিন এবং কোন পেনড্রাইভ বা ইউএসবি ডিভাইস লাগান আর মজা দেখুন ।
software টি Download করতে এই লিঙ্কে ক্লিক করুনঃ Google drive download


form techtunes.com.bd

0 comments