Android মোবাইলের Icon এর ছবি আপনার ইচ্ছে মতো পালটিয়ে ফেলুন।

আমরা সবাই জানি যে, Android এর মধ্যে কোনো Software ইনস্টল করলে , Software এর ডিফল্ট পটো
আইকন এর মধ্যে বসে যায়। যা আমরা আইকন এর মধ্যে দেখতে পাই।
কিন্তু আমরা যদি ইচ্ছে করি তাহলে একটি Software এর মাধ্যমে আমাদের ইচ্ছে অনুযায়ি আইকন এর
উপর ছবি বা ফটো বসাতে পারবো।
এর জন্য প্রথমে নিচের Download লিংক থেকে Software টি ডাউনলোড করে নিন।
Download Link.
আশাকরি এতক্ষণে Software টি ডাউনলোড করে ইনস্টল করে ফেলেছেন।
এবার নিচে দেওয়া স্ক্রিনসট গুলোকে ভালোভাবে ফলো করুন।
প্রথমে Software টি ওপেন করুন। ওপেন করলে এই রকম আসবে।
android icon changer Free download
এবার আপনি Android এর লোগো দুইটার উপর ক্লিক করুন। তাহলে নিচের মতো আসবে।
android icon changer Free download
এবার যে Software এর আইকন পরিবর্তন করতে চান তার উপর ক্লিক করুন। তাহলে নিচের মতো আসবে।
android icon changer Free download
Android Assistant লিখার উপর যে ছবি বা আইকন দেখা যাচ্ছে তাতে ক্লিক করুন। তাহলে নিচের মতো দেখবেন।
android icon changer Free download
আপনার ছবি বা আইকন এর লোকেশন দেখানোর জন্য Gallery লিখার উপর ক্লিক করুন। তাহলে নিচের মতো দেখতে পাবেন।
android icon changer Free download
এখান থেকে আপনার Gallery সিলেক্ট করুন। তাহলে নিচের মতো দেখতে পাবেন।
android icon changer Free download
 আপনি যে ছবি আইকন হিসাবে দেখতে চান , তা সিলেক্ট করুন। তাহলে নিচের মতো দেখতে পাবেন।
android icon changer Free download
আপনি আপনার আইকন এর জন্য কতটুকু ছবি নিবেন , তা সিলেক্ট করে ওকে করুন। তাহলে নিচের মত দেখতে পাবেন।
android icon changer Free download
এবার আপনি আর কোনো কিছু না করে ওকে বাটনে ক্লিক করুন। তাহলে সরাসরি ওই আইকনটি আপনার হোম স্ক্রিনে চলে আসবে।
android icon changer Free download
আশাকরি আপনারা বুঝেছেন।

0 comments