COMPUTER থেকে অপ্রয়োজনীয় ফাইল বা DOCUMENT মুছে ফেলুন

উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহারের কারণে প্রচুর ইভেন্ট ফাইল তৈরি হয়।
এই ফাইল জমে থাকার করণে COMPUTER এর গতি কমে যায়।
এগুলো মুছতে My Computer এ মাউস রেখে ডান বাটন ক্লিক করুন।
এখন System Tools/Event Viewer/Application অপশন ওকে করুন।
লক্ষ করুন , ডান পাশে অনেক Event এর তালিকা দেখা যাচ্ছে।
এই সবগুলো ফাইল মুছতে ওপরের মেনুবার থেকে Action/Crear All Events নির্বাচন
করুন।
এখন এই ফাইলগুলো সরাসরি মুছে ফেলতে তে No ক্লিক করুন, Yes ক্লিক করলে
ফাইলগুলোর ব্যাকআপ তৈ্রি হবে।
একই নিয়মে System Tools/Event/Viewer/Application-এ গিয়ে System ও Security
ফাইল মুছে ফেলুন।
আশাকরি আপনার এতক্ষনে বুঝে গেছেন।

0 comments