হারাবে না আপনার ফায়ার ফক্সের বুকমার্ক, হিষ্টরি, এডঅন, কুকিজ উইন্ডোজ সেটআপ দিলেও !!

 মজিলা ফায়ার ফক্স একটি জনপ্রিয় ইন্টরনেট ব্রাউজার। আমরা ফায়ার ফক্স ব্যবহারের সময় বিভিন্ন প্রয়োজনিয় এডঅন ইনস্টল এবং বিভিন্ন ওয়েব সাইট বুকমার্ক করে রাখি । বিভিন্ন কারনে নানা সময় আমদের উইন্ডোস সেটআপ দিতে হয় এতে করে দেখা যায় আমাদের ব্যবহার কৃত এডঅন, বুকমার্ক, হিষ্টরি হারিয়ে ফেলি যা আমাদের অত্যন্ত প্রয়োজনিয়। নিচের এই পদ্বতি অনুসরণ করলে আপনার ব্যবহার কৃত এডঅন, বুকমার্ক, হিষ্টরি কিছুই হারাবে না।

প্রক্রিয়া:-

১। প্রথমে আপনার ওপেন করুন এর পর ব্রাউজারের ডানপাশে উপরের কোনে menu button এ ক্লিক করে Sign in to Sync সিলেক্ট করুন।
Sync 29 
২।  তারপর Get started button এ ক্লিক করুন।
newsync1 
 
 ৩। তারপর আপনার ইমেল, পাসওয়ার্ড এবং জন্মসাল দিয়ে রেজিস্টেশন করুন এবং আপনার ইমেইল কনফার্ম করুন।
 
newsync2
এরপর থেকে আপনার ব্যবহার কৃত এডঅন, বুকমার্ক, হিষ্টরি সয়ংকৃত ভাবে সংরক্ষিত হবে ।

৪। তারপর যদি কখনো আপনি উইন্ডোস সেটআপ দেন তারপর আপনি ফায়ারফক্স ইনস্টল করে পুনরায় একই প্রক্রিয়ায় যেতে থাকবেন এবং রেজিস্টেশন ফরমের নিচে Already have an account? Sign in এ ক্লিক করে আপনার রেজিস্টেশন কৃত ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে Sign in করুন। এখন দেখুন আপনার ব্যবহার কৃত এডঅন, বুকমার্ক, হিষ্টরি সব ফিরে এসেছে।
Sync sign in - 29

0 comments