অনেক সময় আমদের বিভিন্ন কাজের প্রয়োজনে একসাথে ফেসবুক বা বিভিন্ন একাউন্টে লগইন করতে হয়। এক্ষেত্রে আমারা একাধিক ব্রাউজার ব্যবহার করে থাকি যেমন, Firefox, Google Chrome, Internet Explorer, Opera ইত্যাদি।
আজকে আমি আপনাদের সাথে যে টিপস টি শেয়ার করব তার মাধ্যমে আপনি শুধু মাত্র Firefox ব্রাউজার ব্যবহার করে একসাথে একাধিক একাউন্ট ব্যবহার করতে পারবেন।
এজন্য প্রধমে আপনাকে Mozilla Firefox ব্রাউজারে Multifox addon ইনস্টল করতে হবে। Multifox addon ইনস্টল করতে এখানে ক্লিক করুন।
Multifox addon ইনস্টল হয়ে গেলে আপনার ব্রাউজারটি রিস্টার্ট দিন।
তারপর ব্রাউজার ওপেন হলে আপনার কি-বোর্ডে ctrl+alt+m চাপ দিন দেখবে নতুন একটি উইন্ডো ওপেন হয়েছে ।
এভাবে যতবার আপনি ctrl+alt+m চাপ দিবেন তত বার একটি করে নতুন উইন্ডো ওপেন হবে।
তারপর আপনি প্রতিটি উইন্ডোতে আলাদা আলাদা ফেসবুক বা যে কোন একাউন্ট ব্যবহার করতে পারবেন।
0 comments